শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর এবার রঙিন পোশাকে মিশন শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করছে লঙ্কানরা।
ইনিংসের শুরুতেই দারুণ বোলিংয়ে চাপ তৈরি করেন দুই পেসার। প্রথম ওভারে মেইডেন দেন তাসকিন আহমেদ। পরের ওভারে সুনিয়ন্ত্রিত বোলিং করেন তানজিম সাকিবও। দুই দিক থেকেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা।
শেষমেশ চতুর্থ ওভারে সাফল্য এনে দেন সাকিব। নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনি, এগিয়ে নেয় বাংলাদেশকে।