নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হয়ে ম্যাচের ১৮তম মিনিটে গোল করে লাল-সবুজ শিবিরে আনন্দের জোয়ার বইয়ে দেন ঋতুপর্ণা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা বাংলাদেশ একটি ফ্রি কিক পায় বক্সের ঠিক সামনে। ঋতুপর্ণার নেওয়া প্রথম ফ্রি কিক প্রতিহত হয় মিয়ানমার রক্ষণে। তবে ফিরতি বলে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। গোলরক্ষক ও রক্ষণ দুজনই হন পরাস্ত। গোল হতেই ইয়াঙ্গুনের গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লাস শুরু হয়।
এই ফ্রি কিক আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামসুন্নাহার। নিজ অর্ধ থেকে বল পেয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বক্সের ঠিক আগে প্রতিপক্ষের ফাউলের শিকার হন তিনি।
গোলের পর বাংলাদেশ খেলায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। দুটি কর্নার আদায় করে ও শামসুন্নাহার একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারের ঘরের মাঠ ও সমর্থকদের সমর্থন থাকলেও বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে খেলছে। এখনো মিয়ানমার উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। রক্ষণভাগ মজবুত রেখে প্রতি আক্রমণে উঠছে বাংলাদেশ।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল আসর। সেখানে খেলবে আট গ্রুপ চ্যাম্পিয়ন, স্বাগতিক অস্ট্রেলিয়া এবং গত আসরের শীর্ষ তিন দল।