ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল সহিংসতার ষড়যন্ত্র সফল হবে না: পরিবেশ উপদেষ্টা ধানমন্ডি ৩২ ভাঙতে এক্সকাভেটর নিয়ে ছাত্রজনতা, উত্তেজনা চরমে শেখ হাসিনার রায় -ঢাকায় নিরাপত্তা জোরদার, তল্লাশি-চেকপোস্ট ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়? ড্রামের ভেতর পাওয়া মরদেহের রংপুরে দাফন সকালে চা নাকি কফি, কোনটা আপনার জন্য ভালো? মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান অঙ্গীকার করেছিলাম, যত শক্তিশালী হোক না কেন, প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে: তাজুল ইসলাম যে চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে? রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট মাইলস্টোন ট্র্যাজেডি সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু আদালতের বাইরে বিস্ফোরণ আত্মঘাতী হামলা ছিল: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

ভুয়া তথ্য রোধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৫৯:৩৭ অপরাহ্ন
ভুয়া তথ্য রোধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমে নৈতিকতা বজায় রাখতে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনছেলাহ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতের প্রেক্ষাপট ছিল— ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে প্রস্তুত ‘অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ’স মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইনডিপেন্ডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ শীর্ষক গবেষণা প্রতিবেদন, যা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের প্রধান সমস্যা হলো ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য। এটি এক ধরনের টানা বোমাবর্ষণের মতো।”

তিনি জানান, এসব ভুয়া তথ্য দেশের বাইরে ও ভেতর থেকে ছড়ানো হয়, এবং শুধু অনলাইন নয়, প্রচলিত গণমাধ্যমও অনেক সময় এর উৎস হয়ে উঠছে। ফলে স্বাধীন ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জাতিসংঘকে উদ্দেশ করে ইউনূস বলেন, “আপনারা শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও কথা বলুন। কোনো গণমাধ্যম যদি বারবার ভুয়া তথ্য ছড়ায়, তবে তাকে আস্থা হারানোর বিষয়ে সতর্ক করতে হবে। আমাদের আপনাদের সহায়তা দরকার।”

জবাবে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, বৃহস্পতিবারের প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা (self-regulation) এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, “প্রতিবেদনটি দেখিয়েছে কী কাজ করছে আর কী করছে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও রয়েছে। কর্মকর্তাদের, আইন প্রয়োগকারীদের এবং বিচার বিভাগকে প্রশিক্ষণ দেওয়া দরকার।”

ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা জানান, প্রতিবেদনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকদের কাজের পরিবেশ সম্পর্কেও সুপারিশ রাখা হয়েছে।

তিনি বলেন, “এই বিষয়ে সরকারের সক্রিয়তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে।”

প্রসঙ্গত, এই প্রতিবেদনটি ইউএনডিপির ‘এসআইপিএস’ প্রকল্পের আওতায় এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়নে ইউনেস্কোর ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে।

কমেন্ট বক্স
কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল

কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল