ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ জুলাই) এ নতুন মূল্য ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৪ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৯ টাকা কম। জুন মাসে এই দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা।
২০২১ সালের ১২ এপ্রিল থেকে বিইআরসি নিয়মিতভাবে প্রতি মাসে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকোর ঘোষণা অনুসারে এলপিজির দর নির্ধারণ করে আসছে। কারণ, দেশের প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানির উপর নির্ভরশীল।
প্রথম দরের ঘোষণা অনুযায়ী আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার জন্য ১২ কেজির সিলিন্ডারে মোট ৩৫৯.৪০ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল, যা অপরিবর্তিত রয়েছে।
সৌদির ভিত্তি মূল্য ওঠানামার প্রভাবেই দেশে এলপিজির দর ওঠানামা করে বলে জানানো হয়েছে।