যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যটির দক্ষিণাঞ্চলে একটি ছোট স্কাইডাইভিং বিমান এয়ারপোর্টের কাছাকাছি একটি বনভূমিতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত হয়েছেন বিমানে থাকা অন্তত ১৫ জন আরোহী।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসা কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় ফায়ার সার্ভিস ও জরুরি সেবা প্রদানকারী বাহিনীর একাধিক ইউনিট। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।