সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সাফ জানিয়ে দেন, তিনি এই প্ল্যাটফর্ম নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে আগ্রহী নন।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়েই কথা বলতে, বিশেষ করে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না। বর্তমানে এই প্ল্যাটফরমের সঙ্গে সম্পর্কযুক্ত না, সেটা জানান দেওয়ার জন্যই আমি মূলত পোস্ট দিয়েছিলাম।”
উমামা আরও বলেন, “এই মুহূর্তে, হয়তো ভবিষ্যতেও আমি এই প্ল্যাটফরমের ভবিষ্যৎ নিয়ে আর মাথা ঘামাব না, তাই আমার এই বিষয়ে বর্তমানে একেবারেই আগ্রহ নেই।”
তবে তিনি এটাও উল্লেখ করেন, যদি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটি ভেঙে দিয়ে ছাত্র-নাগরিকদের আরও বৃহত্তর ও ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হতো, তাহলে গণ-অভ্যুত্থান আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। উমামা বলেন, “গত বছরের ১০ আগস্ট আমি বলেছিলাম, এই প্ল্যাটফর্ম বন্ধ করে নতুন একটি বৃহৎ ঐক্যের ভিত্তি গড়া উচিত। এতে জনগণের বৃহত্তর অংশকে অভ্যুত্থানের অংশীদার করা যেত।”