প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপর্যয়কর ব্যাটিং ধস নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হতাশা প্রকাশ করেছেন। ম্যাচে এক পর্যায়ে বাংলাদেশ ১ উইকেটে ১০০ রান করে জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু মাত্র ৫ রান যোগ করতেই হারায় ৬ উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বুলবুল বলেন, "একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য অনেক বড় অসুবিধা।"
তিনি আরও যোগ করেন, "নতুন ব্যাটারের জন্য এখানে সেট হয়ে রান তাড়া করা কঠিন। তবে এই উইকেটে ব্যাটারদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত।"
এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, বিসিবি সভাপতির মতে দলের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ ছিল দায়িত্বজ্ঞানহীন মানসিকতা এবং চাপ সামলাতে না পারা। মাঠে একসঙ্গে এতগুলো উইকেট পতন বাংলাদেশের ক্রিকেটে একাধিকবার ঘটলেও, এই ম্যাচে সেট পরিস্থিতিতে এমন ধস আবার নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ঠাণ্ডা মাথায় খেলার অভাব এবং বারবার একই ভুল করা এই দলকে পেছনে ঠেলে দিচ্ছে। এখন দেখার বিষয়, পরের ম্যাচগুলোতে টাইগাররা মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে কি না।