বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন আইফোনের ভারতীয় কারখানা থেকে শতাধিক চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ানকে সরিয়ে নিয়েছে ফক্সকোন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন।
অ্যাপলের সহায়ক প্রতিষ্ঠান তাইওয়ানভিত্তিক ফক্সকোন দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপুরাম্বুদুরে আইফোন উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে। ২০২২ সালে কারখানাটি নির্মিত হলেও উৎপাদন শুরু হয় ২০২৩ সালে। শুরু থেকেই এই কারখানায় কয়েক শ চীনা কর্মী কাজ করছিলেন।
ব্লুমবার্গ জানায়, প্রায় দুই মাস আগে ফক্সকোন নিজ দেশের সব চীনা কর্মকর্তা ও টেকনিশিয়ানকে কারখানা ত্যাগের নির্দেশ দেয়। লিখিত এই নির্দেশনার পর শ্রীপুরাম্বুদুরের কারখানা থেকে এরইমধ্যে তিন শতাধিক চীনা কর্মী চীনে ফিরে গেছেন।
ব্লুমবার্গ অ্যাপল ও ফক্সকোনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলেও কেউ মন্তব্য করতে রাজি হয়নি।
তবে বিশেষ সূত্রগুলো বলছে, বেইজিংয়ের সন্দেহ ছিল—ভারতে অবস্থানরত চীনা প্রকৌশলীদের মাধ্যমে প্রযুক্তি ও জ্ঞান পাচার হতে পারে। এই আশঙ্কায় চীন সরকারের হস্তক্ষেপেই ফক্সকোনকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরেই প্রযুক্তি খাতে প্রভাবশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। অ্যাপলের সিইও টিম কুক নিজেও একাধিকবার চীনা কর্মীদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের প্রশংসা করেছেন।