জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।
শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা আইন উপদেষ্টার প্রতীকী কফিন বহন করেন।
নেতাকর্মীদের অভিযোগ, জুলাই গণহত্যার এক বছর পার হলেও বিচার কার্যক্রমে সন্তোষজনক কোনো অগ্রগতি নেই। তারা বলেন, আগস্টের গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা বিচারের দাবিতে শক্ত অবস্থান নিলেও এখন পুরোপুরি নিস্ক্রিয় হয়ে গেছেন।
বক্তারা আরও বলেন, বিচার নিশ্চিত না করে নির্বাচনের দিকে এগোনো হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।