বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বড় মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি জানান, আগামী নির্বাচনের সময় নিরপেক্ষতা ও পিআর পদ্ধতি নির্বাচন আয়োজনের নানা দিক উঠে আসে তাদের আলোচনায়। এ সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা ও আন্তঃবাণিজ্য বৃদ্ধিতে জোর দেন তারা। তুলে ধরেন মৌলিক সংস্কারে দলটির অবস্থান।