ঢাকা , সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান, বহনকারী বিমানের ২ কেবিন ক্রু বদল আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’র ব্যানারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয় হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব ভেনেজুয়েলায় মাদকবিরোধী অভিযান চালাতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই: ট্রাম্প ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি

সিগারেট না খেয়ে কেন কলা খাবেন?

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:১৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:১৮:১৩ অপরাহ্ন
সিগারেট না খেয়ে কেন কলা খাবেন?
বিশ্বে প্রতি বছর ধূমপানজনিত রোগে প্রায় ৮০ লাখ মানুষ প্রাণ হারান। বাংলাদেশেও প্রতিবছর এক লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে তামাকের কারণে। তাই বলা চলে, ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং এটি ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে তোলে।
গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান ছাড়তে সহায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, কলার মতো সহজলভ্য ফল ধূমপানের প্রতি নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।২০১৮ সালে জার্নাল নিউরোসাইন্স-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, খাদ্য থেকে প্রাপ্ত ট্রিপটোফ্যান মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদনে সহায়ক ভূমিকা রাখে। যা ধূমপানের কারণে তৈরি হওয়া মেজাজজনিত সমস্যা কমাতে পারে।এক্ষেত্রে শক্তিবর্ধক ফল কলায় রয়েছে ভিটামিন বি৬, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার। এই উপাদানগুলো শরীরের ক্লান্তি দূর করে, হজমে সহায়তা করে এবং মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়ায়। এতে ধূমপান না করেও শরীর চাঙ্গা রাখা সম্ভব।



এছাড়া, ধূমপান ছাড়ার পর শরীরে নিকোটিনের অভাবজনিত কারণে অস্থিরতা, মাথা ঘোরা ও ক্ষুধামান্দ্যসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। সেক্ষেত্রে কলায় থাকা প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ, গ্লুকোজ) দ্রুত শক্তি জোগায় ও রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে।
একই সঙ্গে কলায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে। যা ধূমপান-পরবর্তী বদহজম ও অস্বস্তি দূর করে। এতে মানসিক চাপ কমে এবং ধূমপান ছাড়ার পর যে অস্থিরতা তৈরি হয় তা কিছুটা প্রশমিত হয়।২০০৭ সালে প্রকাশিত অ্যাডেক্টিভ বিহ্যাভিয়রস জার্নালের একটি গবেষণায় বলা হয়, যারা ধূমপান ছাড়ার চেষ্টায় প্রাকৃতিক খাবার বিশেষ করে ফলমূল গ্রহণ করেন, তাদের নিকোটিনের প্রতি নির্ভরতা দ্রুত কমে। ফলমূল চিবানোর প্রক্রিয়া মুখের ব্যস্ততা বজায় রাখে, যা সিগারেট হাতে নেয়ার প্রবণতা হ্রাস করতে সহায়ক।




স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ–এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুললে ধূমপানের অভ্যাস গড়ার ঝুঁকি কমে যায়। ফলাফলে দেখা যায়, যারা দিনে অন্তত ২ বার ফল খান, তাদের ধূমপান শুরু করার সম্ভাবনা অন্যদের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।অর্থাৎ, যারা ফলমূল বেশি খান, তারা ধূমপানের প্রতি তুলনামূলকভাবে কম আসক্ত হন। এমনকি ধূমপান ছাড়ার পর ফলমূল গ্রহণ করলে সাফল্যের হারও বেড়ে যায়।বিশেষজ্ঞরা বলছেন, চিবিয়ে খাওয়ার মতো অভ্যাস সিগারেটের বিকল্প হিসেবে কাজ করে। কলা সেই চাহিদা পূরণে কার্যকর একটি উপায় হতে পারে।




অর্থনৈতিক দিক থেকেও কলা অনেক সাশ্রয়ী। প্রতিদিন গড়ে পাঁচ-সাতটি ধূমপান করেন, তাদের মাসে খরচ প্রায় তিন হাজার টাকা। অন্যদিকে একটি কলার দাম ৮ থেকে ১০ টাকা। ধূমপান পরিহার করে যদি এই ফলটির পেছনে অর্থ ব্যয় করা হয় তাহলে অর্থ সাশ্রয়ও করা যায়।

সবশেষ বলা যায়, স্বাস্থ্য, মানসিক শান্তি ও অর্থ— সব দিক বিবেচনায় ধূমপান না করে কলা খাওয়ার মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা হতে পারে একটি ইতিবাচক পরিবর্তন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন