জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, "২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। শিল্প-কারখানায় কর্মরত শ্রমিক ভাই-বোনেরা আজও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অথচ তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে রাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এনসিপির গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইং এ সমাবেশের আয়োজন করে। পরিবহন, গার্মেন্টস, হকারসহ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আখতার হোসেন বলেন, "বাংলাদেশের প্রচলিত সংবিধান শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। তাই একটি নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি, যেখানে শ্রমিক ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, "এই দেশ শ্রমিকদের শ্রমের ওপরই চলে, কিন্তু তার মূল্য আজও শ্রমিকরা পান না। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার—এসব এখনও অধরাই থেকে গেছে। সংখ্যা হিসেবে শ্রমিকেরা দেশের বড় অংশ হলেও, রাষ্ট্রীয় কাঠামোয় তাঁদের অবস্থান সব সময়ই উপেক্ষিত।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, শ্রমিক নেতা আরমান হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
                           
                           
     
  
  Mytv Online
 Mytv Online  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                