ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলা না লেবু— কোনটি রোগপ্রতিরোধে বেশি কার্যকরী ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, আটক ১ কিশোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড কখনোই পারমাণবিক বোমা তৈরি না করার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্টের বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৫ এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে সৌদির নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত প্রধানমন্ত্রীর জন্য ঠিক করা হয়েছে নতুন বাসভবন ফেসবুকে ঋণের জন্য মাফ চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের জাতিসংঘে যুদ্ধ, নোবেল, অভিবাসন ও জলবায়ু সম্পর্কে যা বললেন ট্রাম্প জাতিসংঘে গাজায় ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান ৫০ বছর পর প্রথম চাঁদে মানুষ পাঠাতে নাসার অভিযান ফেব্রুয়ারিতে কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু জেলা প্রশাসকের কাছে গাঁজা সেবনের অনুমতি চাইলেন এক আইনজীবী

শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:০৭:২০ অপরাহ্ন
শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়।  যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘অবশ্যই, সব অনিষ্পন্ন ইস্যু সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরু হতে হবে। আমরা এসব সমস্যাকে অদম্য মনে করি না।’




‘যদি আন্তরিক সদিচ্ছা থাকে—আর আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে জানি যে তারা প্রস্তুত এবং যুক্তিসঙ্গত ও বাস্তবধর্মীভাবে এসব ইস্যু মোকাবিলা করতে আসবে—তাহলে আমরা তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যেই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, যা টেকসই, কার্যকর এবং প্রতিবেশী ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে সক্ষম হবে।’



প্রিন্স ফয়সাল আশা প্রকাশ করেন, ‘শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে এবং এটিই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ।’তিনি বলেন, ‘এটি কি নিকট ভবিষ্যতে হবে? আমি অবশ্যই আশা করি হবে, কারণ এটাই আমাদের অঞ্চলের সবার জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার একমাত্র টেকসই পথ।’প্রিন্স ফয়সাল উল্লেখ করেন, আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি ইতোমধ্যেই প্রতিষ্ঠিত, আর টেকসই শান্তির জন্য চূড়ান্ত মর্যাদা নিয়ে সুসন্ধিচ্ছন্ন আলোচনার প্রয়োজন।তিনি বলেন, ‘প্রয়োজনীয় ভিত্তি রয়েছে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা প্রস্তাবগুলো স্পষ্টভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তাতেও একইভাবে ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি স্পষ্টভাবে নির্ধারিত ছিল। আন্তর্জাতিক আইন অনুসারে ১৯৬৭ সালের সীমানাই ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা হিসেবে স্বীকৃত।





গাজার পরিস্থিতি নিয়ে প্রিন্স ফয়সাল আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও মানবিক সহায়তার ব্যাপকতাকে তুলে ধরলেও সতর্ক করে বলেন, পুনর্গঠন অবশ্যই দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হতে হবে, সাময়িক সমাধান নয়।




তিনি বলেন, ‘আমি মনে করি, গাজার জরুরি সহায়তার জন্য যে বিপুল পরিমাণ সাহায্য এসেছে, তা থেকেই বোঝা যায় পুনর্গঠনের প্রতি অঙ্গীকার রয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, যখন আমরা আশা করি দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাব, তখন এটি যেন সাময়িক অবস্থা না হয়।’
তিনি জোর দিয়ে বলেন, ‘পুনর্গঠন অবশ্যই টেকসই হতে হবে এবং সরাসরি রাজনৈতিক সমাধানের সঙ্গে যুক্ত থাকতে হবে।’প্রিন্স ফয়সাল বলেন, ‘আমি মনে করি, গাজার জরুরি সহায়তার পাশাপাশি পুনর্গঠনও অবশ্যই একবারে ও চূড়ান্তভাবে টেকসই করতে হবে। আর এজন্যই প্রয়োজন ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা নির্ধারণে একটি চূড়ান্ত চুক্তি।’তিনি সাংবাদিকদের আরও জানান, আরব ও মুসলিম দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পশ্চিমতীর দখলের ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছিল।






তিনি বলেন, ‘কিছু দেশ প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব স্পষ্টভাবে জানিয়েছিল যে, পশ্চিম তীরের যেকোনো ধরনের দখল শান্তির সম্ভাবনা, শুধু গাজায় নয় বরং মোটেও কোনো টেকসই শান্তি অর্জনের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলবে। আর আমি আত্মবিশ্বাসী যে, প্রেসিডেন্ট ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর অবস্থান বুঝেছিলেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমলা না লেবু— কোনটি রোগপ্রতিরোধে বেশি কার্যকরী

কমলা না লেবু— কোনটি রোগপ্রতিরোধে বেশি কার্যকরী