যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে লিটল ইতালি এলাকায় বুধবার (১৩ নভেম্বর) ঘটে যাওয়া এক বন্দুক হামলায় দুজন নিহত এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন জানায়, সন্দেহভাজন বন্দুকধারী এবং পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন সন্দেহভাজন বন্দুকধারী, তবে পুলিশের ধারণা, নিহত অন্য ব্যক্তিও তার পূর্বপরিচিত।
আহত পুলিশ কর্মকর্তা একজন প্রশিক্ষণার্থী, যিনি বন্দুকধারীর উদ্দেশে গুলি চালাননি। তবে তিনি বন্দুকযুদ্ধের সময় পেছন থেকে গুলিবিদ্ধ হন।
বর্তমানে তাকে হিলক্রেস্টের ইউসি সান দিয়েগো মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার মোটিভ এখনও পরিষ্কার নয়, তবে পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
Mytv Online