ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কসবা মন্দভাগ রেলস্টেশনের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস এম শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাতে রেললাইনের পাশে ওই ব্যাগটি কুকুর টানাটানি করছিল। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃত নবজাতকের বয়স একদিন হবে। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে শিশুটির মরদেহ রেললাইনের পাশে ফেলে গেছে। পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করে, দাফন সম্পূর্ণ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।