ঢাকা , শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হাদির মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া-প্রার্থনার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩২:১৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরামের নেতারা। শনিবার (১৮ অক্টোবর) সকালে স্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সভাপতি আব্দুন নূর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতারা।


 
সভায় পীযূষ কান্তি আচার্য বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি স্পেশাল ট্রেন চালু করতে হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটির স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। ময়মনসিংহ অঞ্চলের অনেক মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেন এবং এখানকার বহু শিক্ষার্থী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাদের কথা বিবেচনা করে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়া অত্যন্ত জরুরি। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এ দাবি মেনে নেবেন।’
 


 
সনাক সভাপতি আব্দুন নূর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। যখন ব্রাহ্মণবাড়িয়ার জনগণ ক্ষুব্ধ হয়ে রাজপথে নামবে, তখনই তারা সাড়া দেবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি জনগণকে আন্দোলনে নামতে বাধ্য করবেন না বরং যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণ করুন।’
 


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া বাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলরুটে একটি স্পেশাল ট্রেন চালু করা। সেই সঙ্গে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি দেয়া প্রয়োজন। বহুবার মানববন্ধন ও সমাবেশ করেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই, রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই যৌক্তিক দাবিটি মেনে নিক।’



 
জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহারঞ্জন সরকার বলেন, ‘একদিকে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট, অন্যদিকে রেলস্টেশনে বাড়ছে যাত্রীচাপ। এই পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু ও ট্রেনের যাত্রাবিরতি দেয়া জরুরি। তা না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে এবং আন্দোলনে নামতে বাধ্য হবে ব্রাহ্মণবাড়িয়াবাসী।’



 
মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের নেতারা ছাড়াও শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল