বিদেশে যেতে একটি বেসরকারি সংস্থার কাছে ঋণ চেয়েছিলেন সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক। কিন্তু এলাকাবাসীর অসহযোগিতায় ঋণ পাচ্ছেন না। তাই ঋণ না পাওয়ার ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এ যুবক।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।ভিডিওতে রাব্বি বলেন, ‘গত তিন–চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ি। এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেয়।
রাব্বির ভাষায়, ‘আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দু’বার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।
রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে (৫০০ টাকায়) কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।পরে নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, ‘প্রথমেই ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।’
তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।