মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। শুক্রবার আবেদনটি খারিজ করার পর এক বিবৃতিতে আইসিসি জানায়, গাজা গণহত্যার জন্য নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট প্রত্যাহারে ইসরাইলের অনুরোধ প্রণিধানযোগ্য নয়।গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গেলো বছরের ২১ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
সচল শাহজালাল বিমানবন্দর, হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কাসচল শাহজালাল বিমানবন্দর, হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কাইসরাইল চলতি বছরের মে মাসে আদালতকে মামলায় আইসিসির এখতিয়ার আছে কিনা তা নিয়ে একটি পৃথক চ্যালেঞ্জের জন্য পরোয়ানা খারিজ করার অনুরোধ করে। আদালত গত ১৬ জুলাই সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।
ইসরাইল জুলাইয়ের ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়েছিলো। কিন্তু আইসিসির বিচারকরা ১৩ পৃষ্ঠার রায়ে আবেদনটি খারিজ করে দিয়ে ঘোষণা করেছে যে, চেম্বার অনুরোধটি প্রত্যাখ্যান করেছে।