ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ করতে হয়েছে।
মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতাগামী ফ্লাইটটিতে এই ত্রাস সৃষ্টি হলে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে তাৎক্ষণিক অবতরণ করানো হয়।
ফ্লাইটটিতে ১৯৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানান, বোমা হুমকির বার্তা পাওয়ার পর বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। বোম্ব স্কোয়াডসহ কারিগরি দল বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছে। তবে এখনো পর্যন্ত বিমানের ভেতর কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।