জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে দলটির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানসহ পাঁচজন সদস্য।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষরিত হয় বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’।
তবে, সেদিন আয়োজনে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরামের প্রতিনিধিরা। আজ গণফোরামের স্বাক্ষরের মধ্য দিয়ে মোট ২৬টি রাজনৈতিক দলের সম্মতি এই সনদে অঙ্কিত হলো।