আমেরিকার মিশিগানের জুলি নিস, যিনি টেক্সাসে বড় হয়েছেন, সম্প্রতি ফ্রান্সের ছোট শহর উজেসে নিজের জীবন স্থায়ীভাবে স্থাপন করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট 'চ্যাটজিপিটি'। নিজের জীবনের সম্পূর্ণ পটভূমি ও পছন্দের তালিকা চ্যাটজিপিটি-কে জানানোর পর, চ্যাটজিপিটি শহর নির্বাচন করে তাকে পরামর্শ দেয় উজেসে যাওয়ার জন্য।অদ্ভুত হলেও সত্য, তিনি চ্যাটজিপিটির কথা গুরুত্বের সাথে নিয়ে সত্যিকারে যুক্তরাষ্ট্র ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সে। জুলি নিস ফ্রান্সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মার্চ মাসে। উজেস শহরের মধ্যযুগীয় সৌন্দর্য, সরু রাস্তা ও শান্ত জীবনধারা তাকে মুগ্ধ করেছে।
তিনি জানান, ফ্রান্সে ফিরে আসার আগে কর্পোরেট চাকরি, উদ্বেগ, হতাশা ও শারীরিক ক্লান্তির কারণে তিনি ভীষণভাবে পরিশ্রান্ত ছিলেন। এআই-এর সাহায্যে উজেসে বসবাসের সিদ্ধান্ত নেয়ায় তার মানসিক স্বাস্থ্য অনেকটা ভালো হয়েছে। এছাড়াও, তিনি ইউটিউবে 'ফ্রেঞ্চ জুলি ট্রাভেলস' নামে চ্যানেল চালু করেছেন এবং স্থানীয় জীবনধারা ও ফুড ট্যুর নিয়ে ভিডিও বানাচ্ছেন। জুলি নতুন শহরে একা বসবাসের শুরুর দিকে একাকীত্ব অনুভব করলেও, অন্যান্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে ধীরে ধীরে সবার পছন্দের মানুষ হয়ে ওঠেন।
Mytv Online