ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধূর মৃত্যু সংস্কারগুলো অনুমোদনের পর সংবিধানের নাম ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’ করার দাবি এনসিপির বাচ্চাদের ঘুম ভাঙাতে ব্যান্ড ভাড়া করে আনলেন মা! ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবর্জনা পরিষ্কার করল বিএনপি আত্মহত্যা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়, ব্যর্থ প্রচেষ্টাকারীদের জন্য মৃত্যুদণ্ড বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি সমুদ্রে কেন হঠাৎ মাদকযুদ্ধে নামলেন ট্রাম্প মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে গ্রাম্য মাতবর খুন সমুদ্রে কেন হঠাৎ মাদকযুদ্ধে নামলেন ট্রাম্প বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি? জানুন কারণ ও করণীয় ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, ৩ আসামির সাজা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, এ সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে- আইন উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ

পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৭:১৯ পূর্বাহ্ন
পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর
পুরুষদের জন্য দীর্ঘস্থায়ী জন্মনিরোধক তৈরি করতে বিজ্ঞানীরা সফলতার দিকে এগোচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের অনুযায়ী, নতুন একটি হাইড্রোজেল ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষামূলকভাবে দুই বছর পর্যন্ত কার্যকর থাকার প্রমাণ দেখিয়েছে। অ্যাডাম নামে এই জন্মনিরোধক পুরুষদের শুক্রাণু নালীতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। হাইড্রোজেল শুক্রাণু নালী ব্লক করে দেয়, ফলে শুক্রাণু আর বীর্যের সঙ্গে মিশতে পারে না। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুই বছর পর্যন্ত অংশগ্রহণকারীদের বীর্যে কোনো শুক্রাণু পাওয়া যায়নি এবং শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।




কন্ট্রালাইন কোম্পানির প্রধান নির্বাহী কেভিন আইজেনফ্র্যাটস জানান, এটি দুই বছর মেয়াদী পুরুষ জন্মনিরোধক হিসেবে কার্যকর এবং প্রয়োগ প্রক্রিয়া খুব সহজ—প্রায় ১০ মিনিটের মতো সময় লাগে। ইনজেকশনের আগে স্থানীয় অ্যানেসথেসিয়া দেওয়া হয় এবং শুক্রাণু নালী ছোট সার্জারির মাধ্যমে বের করে হাইড্রোজেল বসানো হয়। পরে নালী পুনরায় স্থাপন করে কাটা স্থান সেলাই করা হয়।

 

আগের পুরুষ জন্মনিরোধক ইমপ্লান্টগুলোতে অপসারণের পর উর্বরতা ফিরে আসার নিশ্চয়তা কম থাকায় উদ্বেগ ছিল। তবে ‘অ্যাডাম’-এ হাইড্রোজেল নিজে মিশে যায়, ফলে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিকভাবে ফিরে আসে।প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এখনও কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। কন্ট্রালাইন আশা করছে, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হবে।



পুরুষ হরমোনভিত্তিক গর্ভনিরোধক বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড অ্যান্ডারসন ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আসলেই কার্যকর বলে মনে হচ্ছে।” তবে জন ওটলি, ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সতর্ক করে বলেছেন, ইমপ্লান্ট কত দিন স্থায়ী হবে তা এখনো স্পষ্ট নয়।
আইজেনফ্র্যাটস জানান, দুই বছর পর চাইলে পুরুষরা পুনরায় ইমপ্লান্ট নিতে পারবেন। তিনি এটিকে পুরুষদের জন্য আইইউডির সমতুল্য বিকল্প হিসেবে বর্ণনা করেছেন।এই উদ্ভাবন পুরুষদের জন্মনিরোধক ব্যবস্থায় নতুন বিকল্প যোগ করলো। যা স্থায়ী ভ্যাসেকটমির বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর

পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর