ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সনু নিগম জাবি ছাত্রকে মারধর, ৭ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা বয়স বাড়লে দম্পতিদের আলাদা বিছানায় ঘুমের পরিণতি ভালো নয়: গবেষণা ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী রাফালে উড়লেন রাষ্ট্রপতি মুর্মু, পাশে আলোচিত সেই পাইলট শিবাঙ্গী ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন কদমতলীতে যুবক হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক এবার নতুন দিকে মোড় নিল শতাব্দীর ভয়াবহ ঝড় মেলিসা বেসরকারি কলেজে সিনিয়র প্রভাষক পদ বিলুপ্ত আসিয়ানের সভাপতির দায়িত্ব পেল ফিলিপাইন নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট, যিনি কখনো পরাজিত হননি পণ্যবাহী কনটেইনার ঢাকায় আনতে ট্রেন বাড়ানোর দাবি হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত পাঠানো হলো ৫০ তরুণকে ঢাকার মেট্রোরেল-সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়: সালাহউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১

পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১১:৩৭:১৯ পূর্বাহ্ন
পুরুষের জন্য নতুন জন্মনিরোধক, ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর
পুরুষদের জন্য দীর্ঘস্থায়ী জন্মনিরোধক তৈরি করতে বিজ্ঞানীরা সফলতার দিকে এগোচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের অনুযায়ী, নতুন একটি হাইড্রোজেল ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষামূলকভাবে দুই বছর পর্যন্ত কার্যকর থাকার প্রমাণ দেখিয়েছে। অ্যাডাম নামে এই জন্মনিরোধক পুরুষদের শুক্রাণু নালীতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। হাইড্রোজেল শুক্রাণু নালী ব্লক করে দেয়, ফলে শুক্রাণু আর বীর্যের সঙ্গে মিশতে পারে না। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুই বছর পর্যন্ত অংশগ্রহণকারীদের বীর্যে কোনো শুক্রাণু পাওয়া যায়নি এবং শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।




কন্ট্রালাইন কোম্পানির প্রধান নির্বাহী কেভিন আইজেনফ্র্যাটস জানান, এটি দুই বছর মেয়াদী পুরুষ জন্মনিরোধক হিসেবে কার্যকর এবং প্রয়োগ প্রক্রিয়া খুব সহজ—প্রায় ১০ মিনিটের মতো সময় লাগে। ইনজেকশনের আগে স্থানীয় অ্যানেসথেসিয়া দেওয়া হয় এবং শুক্রাণু নালী ছোট সার্জারির মাধ্যমে বের করে হাইড্রোজেল বসানো হয়। পরে নালী পুনরায় স্থাপন করে কাটা স্থান সেলাই করা হয়।

 

আগের পুরুষ জন্মনিরোধক ইমপ্লান্টগুলোতে অপসারণের পর উর্বরতা ফিরে আসার নিশ্চয়তা কম থাকায় উদ্বেগ ছিল। তবে ‘অ্যাডাম’-এ হাইড্রোজেল নিজে মিশে যায়, ফলে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিকভাবে ফিরে আসে।প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এখনও কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি। কন্ট্রালাইন আশা করছে, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হবে।



পুরুষ হরমোনভিত্তিক গর্ভনিরোধক বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড অ্যান্ডারসন ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আসলেই কার্যকর বলে মনে হচ্ছে।” তবে জন ওটলি, ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সতর্ক করে বলেছেন, ইমপ্লান্ট কত দিন স্থায়ী হবে তা এখনো স্পষ্ট নয়।
আইজেনফ্র্যাটস জানান, দুই বছর পর চাইলে পুরুষরা পুনরায় ইমপ্লান্ট নিতে পারবেন। তিনি এটিকে পুরুষদের জন্য আইইউডির সমতুল্য বিকল্প হিসেবে বর্ণনা করেছেন।এই উদ্ভাবন পুরুষদের জন্মনিরোধক ব্যবস্থায় নতুন বিকল্প যোগ করলো। যা স্থায়ী ভ্যাসেকটমির বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সনু নিগম

কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সনু নিগম