সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন পাকিস্তানের জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রী আলিজেহ শাহ। হঠাৎ অভিনেত্রীর এমন বিদায়ে হতবাক তার ভক্তরা।সম্প্রতি আলিজেহ শাহ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তার ভালো লাগার বিশেষ মুহূর্ত, মন খারাপের দিনসহ সব ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দিয়েছেন। এরপরই একটি ভিডিও বার্তায় হাজির হন তিনি।
 
ভিডিওতে অভিনেত্রী জানান, তিনি তার অতীত সত্ত্বাকে ত্যাগ করে জীবনে মনোযোগী হতে চান। আলিজেহ বলেন,আমি ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছি এবং আমি এতে খুশি, বেশিরভাগ ক্ষেত্রেই লজ্জিত কারণ আমি সত্যিই জানি না যে দুঃখের কারণে আমি আমার জীবনে কী করছিলাম?
 
 
আলিজেহ আরও বলেন,আমি জানি না কবে ফিরে আসবো কিন্তু এই ছবিগুলো আর কখনো ফিরে আসবে না। আর সেই আলিজেহও আসবে না। তো হ্যাঁ, এটা একটু বিদায়।
 
বিভিন্ন সামাজিক মাধ্যমে তার বিদায়ের ঘোষণাটি দ্রুত ভাইরাল হতে শুরু করে। ভক্তরা তার সিদ্ধান্তে জানাতে শুরু করে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের এক অংশ অভিনেত্রীর হঠাৎ বিদায়ে হতাশ হলেও অনেকেই আলিজেহর মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন।
 
 
 
বর্তমানে বিনোদন জগৎ থেকে দূরে রয়েছেন আলিজেহ শাহ। এ অভিনেত্রী ২০১৮ সালে পাকিস্তানি শোবিজ অঙ্গনে পা রাখেন। ‘ইশক তামাশা’ টিভি সিরিয়ালে অভিনয় করে ভক্তদের মনে স্থায়ী জায়গা করে নেন। ২৫ বছর বয়সী এ তারকার জনপ্রিয় কাজগুলো হলো ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’, ‘এহদ-ই-ওয়াফা’ ইত্যাদি।
                           
                           
     
  
  Mytv Online
 Mytv Online  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                