আজ রোববার মেট্রোরেল বন্ধ ছিল অন্তত ১৫ মিনিট। বিষয়টি অবশ্য বন্ধ হওয়ার একটি পরই জানিয়েছে কর্তৃপক্ষ। শুরুতে ৩০ মিনিট বন্ধ রাখার ঘোষণা দিলেও শেষে ১৫ মিনিট পরই আবার সচল হয় মেট্রোরেল পরিষেবা। মেট্রোরেলের বন্ধ হওয়ার কারণ ছিল বাইরে থেকে নিক্ষিপ্ত হওয়া তার। এই তার পড়েছিল পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত বিস্তৃত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর। এই তারটি অপসারণের জন্য শুরুতে ৩০ মিনিট সময় নিয়েছিল কর্তৃপক্ষ।
দুপুর ১২টা ৪১ মিনিটে ফেসবুকে পোস্ট দিয়ে কর্তৃপক্ষ জানায়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পল্লবী হতে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাহির হতে তার নিক্ষেপ করায় তা অপসারণের জন্য আজ দুপুর ১২:৪০ হতে ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
তবে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত সময় নিলেও মেট্রো সচল হয় তার আগেই। ১২টা ৫৫ মিনিটে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, ‘বৈদ্যুতিক লাইন থেকে তার অপসারণের কাজ শেষে ১২ টা ৫৫ থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
Mytv Online