বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগবস তারকা নীল ভাটের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। এর আগে ২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এ তারকা জুটি। বিয়ের চার বছর যেতে না যেতেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা।
ভারতীয় গণমাধ্যমের খবর, নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সংসারভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এ তারকা দম্পতি। তাদের বিচ্ছেদ শিগগিরই সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগে ঘরভাঙার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ঐশ্বরিয়া লিখেছিলেন— আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই। বরং আমরা শান্তি রক্ষা করছি। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো, যা আমি কখনো বলিনি।
অভিনেত্রী আরও বলেন, আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।
উল্লেখ্য, অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ শোয়ে একসঙ্গে কাজ করার সময় পরিচয় হয়। এরপর তাদের প্রেম এবং পরে সাতপাকে বাঁধা পড়েন।
Mytv Online