ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে ভারতে ২২ বার ‘ভোটার’ হওয়ার বিষয়ে যা বলছেন ব্রাজিলীয় সেই নারী ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও এই অভিজ্ঞতা থাকা উচিত: রাশমিকা ঘর ভাঙছে ঐশ্বরিয়ার শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত উত্তমকুমারের নায়িকা সুলক্ষণা মারা গেছেন জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের যে কারণে থেমে গেল সুরমা ও তাওজেনের ঘর বাঁধার স্বপ্ন জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করলেন বড় ভাই আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা ১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ এইচএসসির সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর জামায়াত নেতা তাহেরের হুঁশিয়ারি নো হাংকি পাংকি’ গণভোট লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা হবে একাধিক বিয়ে কোন কোন ক্ষেত্রে করা যাবে অবাধ সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে

নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও এই অভিজ্ঞতা থাকা উচিত: রাশমিকা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:২৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:২৬:৫৫ অপরাহ্ন
নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও এই অভিজ্ঞতা থাকা উচিত: রাশমিকা
নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও অভিজ্ঞতা থাকা উচিত বলে মনে করেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন সিনেমা মুক্তির আগেই এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। আজ শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। এমন মুহূর্তে অদ্ভুত ইচ্ছে প্রকাশ করে অভিনেত্রী জানালেন তিনি চান পুরুষেরও পিরিয়ড হোক।সম্প্রতি রাশমিকা মান্দানা জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে গিয়েছিলেন। সেখানেই এমন কথা বলেন অভিনেত্রী।স্কুলজীবনে রাশমিকা মান্দানার করা এক অভিযোগের প্রসঙ্গ তুলে এনে সঞ্চালক জগপতি বাবু মজা করে জানতে চান— অভিনেত্রী কি সত্যিই চাইতেন পুরুষের পিরিয়ড হোক? জবাবে সম্মতি জানিয়ে রাশমিকা মান্দানা বলেন, পুরুষেরও অভিজ্ঞতা হওয়া উচিত যে, এ সময় নারীদের ঠিক কতটা যন্ত্রণা ভোগ করতে হয়।




তার এমন মন্তব্য শুনে উপস্থিত দর্শকরা যেমন শোরগোল ফেলে দেন, ঠিক তেমনই দারুণ প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী বলেন, আমি চাই পুরুষেরও ঋতুস্রাব হোক। তখনই কেবল ওরা বুঝতে পারবেন ঠিক কতটা যন্ত্রণা হয়। প্রতি মাসে নারীদের কতটা অস্বস্তি ও অসুবিধায় পড়তে হয়।
জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতেই নজর কাড়ে অভিনেত্রীর হাতের আংটিও। রাশমিকা মান্দানা যখন দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন, ঠিক তখনই ঝলমল করে ওঠে তার হাতের আংটিটি। সেটি দেখেই জগপতি বাবু মজা করে বলেন, তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু হয়, বিজয় সেতুপতির ভক্ত, বিজয় থালাপতি চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম— দুটোই দখল করে নিয়েছ। এই কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান রাশমিকা মান্দানা।




 ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় অভিনেত্রী রাশমিকা মান্দানার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেঠি। এ সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। তিনি বলেন, এ সিনেমা মুক্তির পর নাকি মেয়েরা নতুন করে বিচার করবেন এবং বুঝতে শিখবেন তাদের প্রেমিকদের।এ ছাড়া অভিনেত্রীর হাতে বর্তমানে একাধিক সিনেমা রয়েছে। তিনি এখন ‘মাইসা’ নামক একটি সিনেমায় কাজ করছেন। বলিউডের এই প্রজেক্টটি নারীকেন্দ্রিক। এ ছাড়া আগামীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন সিনেমাতেও কাজ করবেন রাশমিকা মান্দানা।




উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা মান্দানা। যদিও নিজেদের প্রেমের সম্পর্ককে কখনই প্রকাশ্যে স্বীকৃতি দেননি এ তারকা জুটি। নিজেরা একত্রে ছবি না দিলেও তাদের ট্রিপের বা অন্য সময় পোস্ট করা ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেই ফেলেন ভক্ত-অনুরাগীরা।




অন্যদিকে সদ্যই রটে যায়, গত ৩ অক্টোবর নাকি ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল সেরেছেন তারা। নিজেরা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে একটি শোতে এই প্রসঙ্গ ওঠায় সেটাকে অস্বীকার করেননি অভিনেত্রী। বরং কায়দা করে এড়িয়ে গেছেন।

কমেন্ট বক্স
উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে

উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে