দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমনী বার্তা মিলছে। চলতি সপ্তাহের মধ্যেই এসব অঞ্চলের তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন!” আগামী ৯-১০ নভেম্বরের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলায় রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে।
এদিকে, দেশের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে দিনে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে—অনেক জায়গায় তা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে দিনে তেমন শীত অনুভূত হবে না বলে জানিয়েছে বিডব্লিউওটি।
অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, ৮ নভেম্বর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং টানা কয়েকদিন এ ধারা বজায় থাকবে। তবে ১৭-১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবার সাময়িকভাবে কিছুটা বেড়ে যেতে পারে।
শীতের এই আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। গ্রামাঞ্চলে লেপ-কম্বল ধোয়া, শুকানো ও নতুন কাপড় সংগ্রহের ব্যস্ততা দেখা যাচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই ঠান্ডা পড়া মৌসুমি পরিবর্তনের স্বাভাবিক ধারা। তবে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ওঠানামা অনিয়মিত হতে পারে বলেও তারা সতর্ক করেছেন।
Mytv Online