নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে প্রাণপণ দৌড়—চলন্ত ট্রেনের সঙ্গে এমন লড়াই করা এক কুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের।
ভিডিওতে দেখা যায়, এক যাত্রীর কাছ থেকে শ্রমের মূল্য চাইতে গিয়ে হতাশ বাপ্পি নামে এক কুলি ট্রেনের পেছনে ছুটছেন। টাকা না পেয়ে একপর্যায়ে তিনি ক্ষোভে যাত্রীকে অভিশাপ দেন। পাশের বগিতে থাকা একজন যাত্রী ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে ওই কুলির নাম বাপ্পি। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার আশুরা গ্রামে। দেড় বছর আগে পরিবারের সঙ্গে অভিমান করে তিনি ঢাকায় চলে আসেন এবং কমলাপুর স্টেশনে কুলির কাজ শুরু করেন।
ঘটনার দিন এক যাত্রী ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে গেলে বাপ্পি তাকে সাহায্য করেন। কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় যাত্রী প্রথমে ১০, পরে ৫০ টাকা দিতে চান। বাপ্পির দাবি ছিল ২০০ টাকা। শেষ পর্যন্ত যাত্রী কোনো টাকা না দিয়েই ট্রেনে উঠে চলে যান।
এই ঘটনা ছড়িয়ে পড়ার পর নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। স্টেশনের অন্যান্য কুলিরা বলেন, বাপ্পি সারাদিন যা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে তার সংসার। একজন পরিশ্রমী কুলির সঙ্গে এমন আচরণ খুবই অমানবিক।
Mytv Online