গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন জায়গায় ৯৪টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য নজরে রাখা জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’।
ভূমিকম্পের ট্র্যাক রাখা এ ওয়েবসাইটে রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে জানানো হয়, গত সাতদিনে অন্তত ৮৫৩টি ভূমিকম্প হয়েছে। বিশ্বের বিভিন্নস্থানে ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্প প্রায়শই ঘটছে।
দেশে আরো বড় ভূমিকম্পের আশঙ্কা, আলোচিত যতদেশে আরো বড় ভূমিকম্পের আশঙ্কা, আলোচিত যত
অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, গতকাল শনিবারই দেশে তিনটি ভূমিকম্প হয়ে গেছে। এর আগে শুক্রবার হয়েছে আরো একটি ভূমিকম্পে। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
Mytv Online