অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। আর, পূর্বপরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে থেকে সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী নিজ পিস্তল দিয়ে সিনহাকে গুলি করেন। এ গুলির আঘাতে সিনহার মৃত্যু হয়েছে বলে হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে।
মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে ২ জুন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
রোববার, ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে-মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
Mytv Online