ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করেছেন। রোববার (৩০ নভেম্বর) তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন জমা দেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ ১১১ পাতার ক্ষমা আবেদন প্রেসিডেন্টের দপ্তরে দাখিল করেছেন, যেখানে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে।আবেদনপত্রে বলা হয়েছে, “ক্ষমা পেলে প্রধানমন্ত্রী সংকটকালীন সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সব সময়, ক্ষমতা ও শক্তি ব্যবহার করতে পারবেন। এতে জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং উত্তেজনা কমাতে সাহায্য হবে। ক্ষমা প্রাপ্ত হলে তিনি দেশের জাতীয় শক্তি আরও মজবুত করার দিকে মনোনিবেশ করতে পারবেন।
ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সব কাগজপত্র যাচাই-বাছাই করে প্রেসিডেন্ট ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি আলাদা দুর্নীতি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ঘুষ নেওয়ার অভিযোগ সম্পর্কিত। সব মামলায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালে তার বিচার শুরু হলেও এখনও শেষ হয়নি। সাধারণত আদালতের রায় ঘোষণার পর প্রেসিডেন্ট ক্ষমা দিতে পারেন। কিন্তু এবার নেতানিয়াহু রায়ের আগে ক্ষমা চেয়েছেন, যা বিরল ঘটনা হিসেবে বিবেচিত।
Mytv Online