যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মদের দোকানে ঢুকে নিচের তাকে সাজিয়ে রাখা স্কচ আর হুইস্কিতে তাণ্ডব চালিয়েছে একটি র্যাকুন। দুষ্টু প্রকৃতির এই প্রাণিটি ভার্জিনিয়ায় রাতের বেলা এক প্রকার আতঙ্ক।র্যাকুনটির আক্রমণে দোকানে থাকা বেশ কিছু বোতল ভেঙে গেছে, ছাদের টাইল খুলে পড়েছে, আর মেঝেতে ছড়িয়ে পড়েছে মদ।
পরে শনিবার সকালে ভার্জিনিয়া এলাকার সেই মদের দোকানের এক কর্মী বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় ‘ট্র্যাশ পান্ডাকে’ (র্যাকুনের ডাকনাম) খুঁজে পান।স্থানীয় অ্যানিম্যাল কন্ট্রোলের কর্মকর্তা সামান্থা মার্টিন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে র্যাকুন খুব পছন্দ করি। ওরা খুব মজার প্রাণী। প্রাণীটি ছাদের একটি টাইলস ভেঙে ভেতরে পড়ে যায়। আর তাতেই সে জম্পেশ তাণ্ডব চালায়। এসময় সে সামনে যা যায় তাই খেতে শুরু করে।মার্টিন জানান, তিনি র্যাকুনটিকে অ্যানিম্যাল শেল্টারে নিয়ে যান। যদিও সেই পথে তারও বেশ হাসি পেয়েছিল।
Mytv Online