ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। দেশটির কোনো রেকর্ড আবেদন আর গ্রহণ করছে না সংস্থাটি। এমনটা দাবি করেছে ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২।বুধবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইসরাইলের সব ধরনের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবেদন মতে, ইসরাইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গিফট অব লাইফ’ ২,০০০ কিডনি দাতার একটি মানবিক অর্জন গিনেসে নিবন্ধন করতে চেয়েছিল। সেই লক্ষ্যে সংগঠনটি নিয়মমতো ফি পরিশোধ করে এবং জেরুজালেমে ২ হাজার দাতাকে নিয়ে ছবি তোলার আয়োজনও করে।
কিন্তু আবেদন পাঠানোর পর গিনেস থেকে ইমেইলে জানানো হয়, ইসরাইল থেকে কোনো রেকর্ড আবেদন তারা এখন গ্রহণ করছে না। ইসরাইলি সংগঠনটির দাবি, রাজনৈতিক কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে।গিফট অব লাইফ এর প্রধান র্যাবাই র্যাচেল হাবার এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। আবেদন বাতিলের কারণ জানতে একাধিকবার যোগাযোগ করলেও গিনেস কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন তিনি।
চ্যানেল ১২ বলছে, গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরাইলের বিরুদ্ধে বাড়তে থাকা বয়কট আন্দোলনের মধ্যে গিনেসের এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।
এতে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
Mytv Online