স্ত্রী থেকে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘুরছিল কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে। এতদিন দু’জনেই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। তবে এবার আন্তর্জাতিক অঙ্গনেই তারা সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে একসঙ্গে উপস্থিত হন ট্রুডো ও কেটি পেরি। সেই অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের সম্পর্ককে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন।
মধ্যাহ্নভোজের পর ট্রুডো এক্স-এ (টুইটার) কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন— “আপনাকে দেখে দারুণ লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দিত।”
এই পোস্ট প্রকাশ্যে আসার পরই দু’জনের সম্পর্ক নিয়ে বিশ্বমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়।
গত অক্টোবরেই ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। এরপরও কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।
জাপানে কিশিদার বাসায় আমন্ত্রণ গ্রহণ করে দু’জনের উপস্থিতি সেই গুঞ্জনকে এবার নিশ্চিত করল।
মধ্যাহ্নভোজের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেকেই এই জুটিকে “২০২৫ সালের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি–রাজনীতিবিদ জুটি” বলে মন্তব্য করছেন।