মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্স বিজনেসের এক সঞ্চালিকার মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক বিতর্ক। তিনি দাবি করেছেন—নারীরা রিপাবলিকান দলে যোগ দিলেই “আরও আকর্ষণীয়” হয়ে ওঠেন। তার ভাষায়, “সব রিপাবলিকান নারীই হট।”
ফক্স নিউজের এক আলোচনামূলক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক উল্লেখ করতে গিয়ে সঞ্চালিকা ক্যাটরিনা ক্যাম্পিনস বলেন, “সিডনি যত রিপাবলিকান হচ্ছে, ততই আরও সুন্দরী হয়ে উঠছে। আর এ কারণেই অনেকেই হিংসা করছে।”
তিনি আরও যোগ করেন, “আমার পরামর্শ—রিপাবলিকান হলে সব নারীরাই আরও ‘হট’ হয়ে যায়। বলুন তো, ভুল কি বললাম?”
অনুষ্ঠানে উপস্থিত আরেক সঞ্চালক জেসি ওয়াটারস মন্তব্যটি শুনে হাসতে হাসতেই বলেন, “ঠিকই বলেছেন। রিপাবলিকান হিসেবে নিবন্ধন করলেই মানুষ আরও সুন্দর হয়ে যায়।”
তবে ক্যাম্পিনসের এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। অনেকেই মন্তব্যটিকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে নারীদের শারীরিক আকর্ষণকে যুক্ত করার “আপত্তিকর ও অযৌক্তিক” প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।
Mytv Online