বেলারুশ থেকে আসা 'স্মাগলার' বেলুনের কারণে আকাশপথে চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে লিথুয়ানিয়া সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির সরকার এ ঘোষণা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা চলছে পার্লামেন্টে। অনুমোদন পেলে দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। সন্দেহমাত্র যেকোনো ব্যক্তিকে তল্লাশি কিংবা গ্রেফতার করতে পারবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
লিথুয়ানিয়া সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ বেলারুশ থেকে এসব বেলুন তাদের দেশে আসছে। দেশটির সিগারেট পাচারকারী চোরাকারবারিরা এই বেলুন পাঠাচ্ছে। আর এতে মদদ দিচ্ছে বেলারুশের সরকার। এটিকে দেশটির তরফ থেকে একপ্রকার হাইব্রিড হামলা আখ্যা দিয়েছে লিথুয়ানিয়া।
এই রহস্যময় বেলুনের ঘটনায় গেল দুমাসে ১৫ বারের মতো বন্ধ হয়েছে লিথুয়ানিয়ার ভিলিয়াস বিমানবন্দর। বাতিল হয়েছে কমপক্ষে সাড়ে ৩শ' ফ্লাইট।
Mytv Online