ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি–আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত: সংবাদ সম্মেলনে রাহুলের অভিযোগ প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা নতুন কমিশন জনগণের ভোটাধিকার ফেরানোর কাজ করবে, এটাই চাওয়া: মির্জা আব্বাস ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকায় রাসিকের ১৫৯ কর্মচারীকে অব্যাহতি সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে অভিযোগের পর আদানি গ্রুপের শেয়ারে ধস ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ লিখে রাখেন, আমি আবারও এমপি-মন্ত্রী হবো : শাহজাহান ওমর আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম মূল সড়কে না হলেও অলিগলিতে চলার অনুমতি চান অটোরিকশা চালকরা নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন নির্বাচন কমিশনার হলেন যারা বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন মারা গেছেন সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট রিকশাচালকদের হটালো সেনাবাহিনী, যানচলাচল শুরু রামপুরায় অনিয়ম রোধে রেলে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট ল্যান্ডমাইন বিস্ফোরণের প্রাণহানিতে শীর্ষে মিয়ানমার সায়ানাইড দিয়ে বন্ধুদের হত্যার দায়ে এক নারীর মৃত্যুদণ্ড মামলা করতে গিয়ে গ্রেপ্তার সাবেক এমপি শাহজাহান ওমর সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে নিহত ৩৬

ইভিএম ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে: বদিউল আলম

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৫:০৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৫:০৯:১৮ অপরাহ্ন
ইভিএম ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে: বদিউল আলম
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন, একে দুর্বল ও ত্রুটিপূর্ণ যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এর ব্যবহার করার আগে রাজনৈতিক মতামত নেওয়া জরুরি।  

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সংস্কারবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার জানান, কমিশন এ পর্যন্ত ২১টি সভা করেছে যেখানে নির্বাচন-সংক্রান্ত বিধি, আইন ও কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে ওয়েবসাইট, ইমেইল ও মেসেঞ্জারের মাধ্যমে ৩৬৪টি প্রস্তাবনা এসেছে। এছাড়াও বিভিন্ন গ্রুপ ও ব্যক্তির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত নেই। আমরা শুধুমাত্র একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক নির্বাচনী কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। জুলাই অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি হবে না—এটা আমাদের অঙ্গীকার।"

বদিউল আলম মজুমদার আরও উল্লেখ করেন যে, বিগত নির্বাচনে গোয়েন্দা সংস্থাগুলোর হয়রানি বেআইনি ছিল এবং এর সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত।  

এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার আমরা চাই না।" তাঁর মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের প্রভাব প্রতিরোধ করার মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করা সম্ভব। 

এই বক্তব্যগুলো নির্বাচন সংস্কারের অগ্রগতিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, যা বর্তমান রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
মোদি–আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত: সংবাদ সম্মেলনে রাহুলের অভিযোগ

মোদি–আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত: সংবাদ সম্মেলনে রাহুলের অভিযোগ