নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন, একে দুর্বল ও ত্রুটিপূর্ণ যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এর ব্যবহার করার আগে রাজনৈতিক মতামত নেওয়া জরুরি।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সংস্কারবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার জানান, কমিশন এ পর্যন্ত ২১টি সভা করেছে যেখানে নির্বাচন-সংক্রান্ত বিধি, আইন ও কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে ওয়েবসাইট, ইমেইল ও মেসেঞ্জারের মাধ্যমে ৩৬৪টি প্রস্তাবনা এসেছে। এছাড়াও বিভিন্ন গ্রুপ ও ব্যক্তির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত নেই। আমরা শুধুমাত্র একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক নির্বাচনী কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। জুলাই অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি হবে না—এটা আমাদের অঙ্গীকার।"
বদিউল আলম মজুমদার আরও উল্লেখ করেন যে, বিগত নির্বাচনে গোয়েন্দা সংস্থাগুলোর হয়রানি বেআইনি ছিল এবং এর সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত।
এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার আমরা চাই না।" তাঁর মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের প্রভাব প্রতিরোধ করার মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করা সম্ভব।
এই বক্তব্যগুলো নির্বাচন সংস্কারের অগ্রগতিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, যা বর্তমান রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে উঠেছে।
Mytv Online