সিনেমার গল্পকেও হার মানালো কেনিয়ার ব্রায়ান মওয়েন্ডা ন্টউইগার বাস্তব কাহিনি। আইন বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে একের পর এক ২৬টি মামলায় জয়লাভ করেছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, দীর্ঘদিনের চতুরতার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন এই ‘ভুয়া’ আইনজীবী।
ব্রায়ান অত্যন্ত প্রযুক্তিজ্ঞানসম্পন্ন এবং চতুর। তিনি কেনিয়ার ল’ সোসাইটির অফিসিয়াল পোর্টাল হ্যাক করে একজন প্রকৃত আইনজীবীর প্রোফাইলে নিজের ছবি বসিয়ে দেন। ফলে অনলাইন ভেরিফিকেশনেও তাকে বৈধ আইনজীবী হিসেবে দেখাচ্ছিল। আদালতে তার আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং আইনি যুক্তির ধারে বিচারক কিংবা মক্কেল—কেউই তার যোগ্যতা নিয়ে সন্দেহ করার সুযোগ পাননি।
ল’ সোসাইটির পোর্টাল পর্যবেক্ষণের সময় একপর্যায়ে কিছু অসংগতি ধরা পড়লে এই রহস্যের জট খুলতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, ব্রায়ান আসলে একজন অনুপ্রবেশকারী যার কোনো আইনি সনদ নেই। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর কেনিয়ার বিচারব্যবস্থা এবং আইনজীবীদের নিবন্ধিত করার প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের মতো সংবেদনশীল জায়গায় এমন জালিয়াতি বিচারব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি। যেকোনো পেশাদার সেবা গ্রহণের আগে পরিচয় যাচাইয়ের গুরুত্ব এই ঘটনাটি নতুন করে মনে করিয়ে দিল।
Mytv Online