ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ বেড়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য জোটে যাওয়ার বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর প্রেক্ষাপটে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ বেড়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য জোটে যাওয়ার বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর প্রেক্ষাপটে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এ নিয়ে তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা শুরু থেকেই একক, যৌথ বা আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং আরও রাজনৈতিক দলের সাথে আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয়ে এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টিকেই এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে সে বিষয়ে আখতার হোসেন বলেন, ‘ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।’
এনসিপির সদস্যসচিব বলেন, ‘সেক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।
Mytv Online