ঢাকা , মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী গাজা নিয়ে ট্রাম্পের বৃহৎ পরিকল্পনার বিষয়ে যে বার্তা দিলো স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মঘাতী হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত ২৫ পাসপোর্ট ফেরত পাচ্ছেন না মেঘনা আলম ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন উপাচার্য দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল বাংলাদেশসহ যেসব দেশ জিয়াউর রহমানের সমাধিতে তোপের মুখে ডা. সাবরিনা খালি পেটে প্রতিদিন বিটরুটের জুস খেলে শরীরে যা ঘটে কমলা না লেবু— কোনটি রোগপ্রতিরোধে বেশি কার্যকরী ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করেছেন অনেক ইসরায়েলি সেনা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০১:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪৪:০৫ অপরাহ্ন
গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করেছেন অনেক ইসরায়েলি সেনা ছবি: সিএনএন
৪০ বছর বয়সী এলিরান মিজরাহি, চার সন্তানের বাবা এবং প্রাক্তন ইসরায়েলি সেনা, গত বছর হামাসের হামলার পর গাজায় লড়াই করতে পাঠানো হয়। আহত হয়ে দেশে ফিরলেও, তার মানসিক অবস্থা বদলে যায়। গাজায় যে ভয়াবহতা সে দেখেছিল, তা তাকে তাড়া করত, ফলে চরম ট্রমায় ভুগতে শুরু করে। অবশেষে, পুনরায় গাজায় পাঠানোর আগে আত্মহত্যা করেন তিনি।

এলিরানের মা জেনি মিজরাহি সিএনএনকে জানান, “সে গাজা ছেড়েছিল, কিন্তু গাজা তাকে ছাড়েনি।” চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এলিরান ‘পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ (পিটিএসডি) নামক মানসিক সমস্যায় ভুগছিলেন। গাজার যুদ্ধ থেকে ফিরে আসা হাজার হাজার ইসরায়েলি সেনা একই সমস্যা মোকাবেলা করছেন, তবে আত্মহত্যার সঠিক সংখ্যা জানা যায়নি।

গাজার পরিস্থিতি ভয়াবহ। গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জন নিহত হয়, এবং ইসরায়েলের বোমা হামলায় গাজায় নারী ও শিশু সহ ৪২,০০০ এর বেশি মানুষ মারা গেছে। এলিরানের বোন শিরের মতে, যুদ্ধের কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। গাজার ভয়াবহতা দেখে এলিরান অনুভব করতেন, “আমি যে কী দেখে এসেছি, তা কেউ বুঝবে না।”

গাজার চার মাসে এলিরান বুলডোজার চালানোর কাজ করেছিলেন। যুদ্ধক্ষেত্রে ভয়াবহ দৃশ্য দেখে তার মানসিক স্বাস্থ্য দ্রুত খারাপ হতে থাকে। চিকিৎসা নেয়ার পরও তার সমস্যা সমাধান হয়নি। এলিরান পরিবারের কাছে জানাতেন, “গাজার পরিস্থিতি কেবল সেখানকার মানুষরাই বুঝতে পারবে।”

যুদ্ধের পর এলিরানের বন্ধুরা এই অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের মতে, গাজার দৃশ্য তাদের খাবার খেতে এবং ঘুমাতে প্রভাবিত করছে। ইসরায়েলি সেনাদের মধ্যে গাজার বেসামরিক জনগণের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে। অনেক সেনা গাজার যুদ্ধের কারণেই মানসিক সমস্যায় ভুগছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ থেকে ফিরে আসা এক-তৃতীয়াংশ সেনা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। চলতি বছরের শেষ নাগাদ ১৪,০০০ সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।

গাজার যুদ্ধের প্রেক্ষাপটে, ইসরায়েলে আত্মহত্যার হার বাড়ছে। ২০২১ সালে অন্তত ১১ জন সেনা আত্মহত্যা করেছেন। বর্তমানে এই সমস্যা সম্পর্কে আলোচনা বৃদ্ধি পাচ্ছে, তবে সমস্যার গভীরতা এবং ফলাফল নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

সুত্র- সিএনএন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো  গান্ধী ও মোদি সন্ত্রাসী

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী