চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।পৌষের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।উত্তরের হিমেল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে ম্লানভাবে, তাতে তেমন কোনো উষ্ণতা মিলছে না। ফলে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষ। তীব্র শীতের কারণে কৃষিকাজেও দেখা দিয়েছে বিঘ্ন। বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে জেলার বিভিন্ন হাসপাতালে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, আপাতত জেলার আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
Mytv Online