ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে অপারেশন থিয়েটার রান্নাঘর ও বিশ্রামকক্ষে পরিণত হওয়ায় প্রসূতি মায়েদের জীবন বিপন্ন হওয়ার অভিযোগ উঠেছে। দুই বছর ধরে হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল ওটি রুমে নার্সরা গ্যাসের চুলায় পিঠা-নানা রকমের রান্না করছেন এবং থিয়েটারের আশেপাশে অবাধ যাতায়াত চলছে। যা স্বাস্থ্যঝুঁকির কারণ হিসেবে দেখা দিচ্ছে। সম্প্রতি এই ঘটনা ভিডিও হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। হাসপাতালের ভিতরে স্বাস্থ্যবিধি ও সুরক্ষার শিকড় ধ্বংস হওয়ার এ ঘটনায় রোগী ও তাদের স্বজনরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন, সদস্য হিসেবে আছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। তারা পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, ওটি রুমে রান্না কোনোভাবেই কাম্য নয়। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।রোগীর স্বজনদের দাবি, যারা আমাদের জীবন রক্ষায় দায়িত্বশীল তাদের কাছ থেকেই নিরাপত্তাহীনতা, যা একেবারেই অগ্রহণযোগ্য।ফেনী জেনারেল হাসপাতালের এই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা হাসপাতাল ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করছেন সবাই।
Mytv Online