জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি এলাকা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্র জানায়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইট ও বালু সরিয়ে সড়ক মেরামতের কাজ করছিলেন। পরবর্তীতে ওই সড়কে ইট-বালু না থাকায় এনসিপির কয়েকজন কর্মী অভিযোগ করেন—বিএনপির নেতারা ইট-বালু বিক্রি করে দিয়েছেন। এ অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটিকে সম্মানহানিকর দাবি করে স্থানীয় বিএনপি নেতারা সেটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিতে বলেন। পরে ভিডিওটি সরানো হলেও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশের দাবি ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।এনসিপির যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ রেজা অভিযোগ করে বলেন, চানন্দী ইউনিয়নের করিম বাজার এলাকার একটি পিচঢালা রাস্তা কেটে স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সেক্রেটারি রবি আলম শান্তসহ কয়েকজন ইট, বালু, পাথর ও পিচ বিক্রি করছিলেন। এর প্রতিবাদে স্থানীয় জনগণ ও এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপির সশস্ত্র লোকজন আমাদের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এই হামলায় চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও আরিফ হোসেন, ছাত্রশক্তির নেতা রবিনসহ এনসিপির জাফের, দুলাল, শাহাদাত এবং সাধারণ মানুষ মিলিয়ে অন্তত ১০ জন রক্তাক্ত হন। এ সময় বিএনপির লোকজন আমাদের প্রায় আটটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ইউসুফ রেজা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।এনসিপির অভিযোগ অস্বীকার করে হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী সুজন বলেন, বর্তমানে এনসিপি নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা নূর আলম রিপনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে আব্দুল হান্নান মাসউদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, চানন্দী ইউনিয়নের করিম বাজারের একটি পিচঢালা রাস্তা কেটে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা ইট, বালু, পাথর ও পিচ বিক্রি করে দিয়েছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করে ফেরার পথে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।পরবর্তীতে তিনি বলেন, রাস্তা কাটার মাধ্যমে ইট-বালু বিক্রির প্রতিবাদ করতে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির সম্মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। এই উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড থেকেই সংঘর্ষের সূত্রপাত। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Mytv Online