চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা চলাকালীন নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার ১০টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ হাজার ৫৪৯ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।এদিকে, পরীক্ষা চলাকালীন নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে একটি স্মার্টওয়াচসহ আটক করা হয়। তিনি জেলার খেজুরা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্র থেকে মোহাম্মদ আশিকুর রহমান নামের এক পরীক্ষার্থীকে নকল এমসিকিউ শিটসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় আটক করা হয়। তিনি সদাবরী গ্রামের বাসিন্দা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই পরীক্ষার্থীর বিরুদ্ধেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক পরীক্ষার্থীরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলার শূন্য পদের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ৩০টি, জীবননগর উপজেলায় ২৫টি, দামুড়হুদা উপজেলায় ৩৩টি এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯টি পদ রয়েছে।
Mytv Online