আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সাথে আনুষ্ঠানিকভাবে আরও ১৩টি দেশ যুক্ত হয়েছে, তবে তারা এখনো পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদমাধ্যম *দ্য স্টার* এ তথ্য জানিয়েছে। নতুন অংশীদার দেশগুলো হলো: মালয়েশিয়া, আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান, এবং ভিয়েতনাম।
ব্রিকসের অংশীদার হিসেবে মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলোর যুক্ত হওয়ার মাধ্যমে এই জোটের ভৌগোলিক ও অর্থনৈতিক পরিধি আরও বিস্তৃত হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৮ জুলাই রাশিয়ার কাছে ব্রিকসে যোগদানের জন্য একটি আবেদনপত্র জমা দেন।
ব্রিকস মূলত ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনকে নিয়ে গঠিত হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হলে এর নাম হয় ব্রিকস। ২০২৩ সালে সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া জোটে যোগ দেয়, আর এবছর আরও ১৩টি নতুন দেশকে অংশীদার করা হয়েছে। এভাবে ব্রিকসের সদস্য সংখ্যা এখন ২৩-এ পৌঁছেছে।
Mytv Online