ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

ড. ইউনূসের ভিশনে চোখ যুক্তরাজ্যের, রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০১:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০১:২৪:৫২ অপরাহ্ন
ড. ইউনূসের ভিশনে চোখ যুক্তরাজ্যের, রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্পর্কে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট মন্তব্য করেছেন যে, যুক্তরাজ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে রয়েছে। তিনি বলেন, ব্রিটেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ইউনূসের নেতৃত্বের প্রতি সমর্থন জানাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করতে চেষ্টা করবে।

১৭ নভেম্বর রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাজ্য আশা করে যে, ড. ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, যা পরে উন্মোচিত হবে। 

এছাড়া, তিনি রাজনৈতিক সমঝোতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সমান সুযোগের দিকে লক্ষ্য রেখে সহায়তা দিতে প্রস্তুত। এক সাংবাদিকের প্রশ্নে, ক্যাথরিন বলেন, "আমরা আশা করি, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এবং সেটি জনগণের সামনে আসবে।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে, তিনি বলেন, "আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাই, কারণ দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।"

ক্যাথরিন ওয়েস্ট তার দ্বিতীয় সফরে বাংলাদেশে এসে বলেন, "১১ বছর পর আমি আবার বাংলাদেশে এসেছি এবং এখানে আসতে পেরে আনন্দিত। আমি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি এবং বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও জাতীয় পুনর্মিলন প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি।"

তিনি আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় এবং দু’দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করছে। 

এছাড়া, ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তা ঘোষণা করা হয়েছে বলে জানান ব্রিটিশ আন্ডার সেক্রেটারি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান