গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন চুলার দুই মিস্ত্রি ও স্বামী-স্ত্রীসহ চার জন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজনকে ভর্তি করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে কাশিমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, বাড়ির মালিক শামসুল হক (৬২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৫০) ও মিস্ত্রি তানজিল হোসেন (২৩), মো. রাব্বি (২২)। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বাগবাড়ি এলাকায় শামসুল হকের বাড়ির গ্যাসের চুলায় লিকেজ সমস্যা দেখা দেয়। পরে চুলা মেরামত করার জন্য শনিবার দিবাগত রাতে দুজন মিস্ত্রিকে বাড়িতে ডাকা হয়। গ্যাসের চুলা মেরামত করার সময় লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে চুলার মিস্ত্রি তানজিল, রাব্বিসহ পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির মালিক শামসুল হক ও তার স্ত্রী দগ্ধ হন।
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে চুলার মিস্ত্রি রাব্বি ও তানজিলের অবস্থার অবনতি হয়। পরে রোববার (১৬ নভেম্বর) দগ্ধ চার জনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন শামসুল হক ও রাজিয়া বেগম।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে তানজিলের শরীরের ২০ শতাংশ এবং রাব্বির ২৩ শতাংশ পুড়ে গেছে। আর ৬৫ বছর বয়সী শামসুলের পাঁচ শতাংশ এবং ৪৯ বছরের রাজিয়া হকের শরীরের ৪ শতাংশ পুড়েছে।
তানজিল এবং রাব্বির শরীর বেশি পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে জানান ওই চিকিৎসক।