ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে, অভ্যন্তরীন রুটে দুই নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘলা ছিল। সকালে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা' র প্রভাবে গত ২৪ ঘন্টায় বরিশালে ৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সময়ের সাথে সাথে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন রুটের লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় বরিশাল জেলা দূর্যোগব্যাবস্থাপনা কমিটির জরুরী সভা করেছে বরিশালের জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় বরিশাল জেলায় ৫৪১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যার প্রতিটি আশ্রয়কেন্দ্রে ৫০০ জন করে আশ্রয় নিতে পারবে।
এছাড়া ৭৯৮ টি মাধ্যমিক, ১৫৯০ টি প্রার্থমিকবিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।